অধীন-সোহানুর রহমান

Suhanur Rahaman
Suhanur Rahaman
তুমিকি শিশির?
নাকি শিশির ভেজা নরম, পিচ্ছিল ঘাস?
নাকি ভেঙ্গে যাওয়া
নদীর তীরে হেলে থাকা বৃক্ষ,
ক্ষনিক পরেই জলবাস!
তুমিকি পাহাড়?
 নাকি গহীন অরণ্যবেষ্টিত দুর্গমতা?
তুমি কি ঝর্ণা?
নাকি বিবর্তনের ধারায় পাশেই সৃষ্ট
গভীরতম খাদ,এতই
গভীর,,,,,
তুমিকি শিশির??
তুমি সকালে, আকাশে তাকালে উদিত সূর্যের আলো??
নাকি গ্রীশ্মের কাঠফাটা রুদ্রের তেজ?
কাকের কন্ঠে কোকিলের সূর
নাকি তুমি সেই গান
স্বস্তির/মুক্তির
তুমিকি শিশির....?

No comments

Powered by Blogger.