Newton's belief
"অভিকর্ষ গ্রহ সমূহের, গতির বিষয়টি ব্যাখ্যা করে, কিন্তু এটি ব্যাখ্যা করতে পারেনা,
কে গ্রহগুলোকে গতিশীল হিসেবে নির্দিষ্ট স্থানে স্থাপন করে দিলো?স্থাপন করার পর এর মধ্যে ঘূর্নন শক্তি,এবং গতিশীল হওয়ার জন্য প্রয়োজনীয় বল কে প্রয়োগ করল?
এই ব্যাপারে →স্যার আইজ্যাক নিউটন এর মতামত➽
ঈশ্বর সকল কিছু নিয়ন্ত্রণ করেন এবং যা কিছু ঘটছে বা যা কিছু ঘটা সম্ভব তার সবই তিনি জানেন"।
তাদের ধারণা শতভাগ ভুল, যারা ভেবে আসছেন নিউটন নাস্তিক ছিলেন। নিউটন নাস্তিক ছিলেন না।নিউটন বিজ্ঞান নিয়ে যতটুকু গবেষণা করেছেন, তার থেকেও প্রায় দ্বিগুণেরও বেশি গবেষণা করেছেন ধর্মতত্ত্ব নিয়ে। আর সব থেকে বড় বিষয় হলো, নিউটন ছিলেন একজন একেশ্বরবাদী '(Monotheist') ইসলাম সহ অধিকাংশ ধর্মের মূলতত্ত্ব তাওহীদ বা একত্ববাদ বা (Monotheism)।
Suhanur Rahaman |
No comments