এডভোকেট হিসাবে তালিকাভুক্তির জন্য ভাইভা পরীক্ষায় যে বিষয়গুলো থেকে সচরাচর প্রশ্ন করা হয়
এডভোকেট হিসাবে তালিকাভুক্তির জন্য ভাইভা পরীক্ষায় যে বিষয়গুলো থেকে সচরাচর প্রশ্ন করা হয়…
যারা ভবিষ্যতে এডভোকেট হতে চান তাদের viva পরীক্ষায় কি জিজ্ঞাসা করতে পারে এবং কীভাবে প্রস্তুতি নিতে হবে সেই সম্পর্কে বলা হয়েছে।সবার কথা চিন্তা করেই এই পোস্টটি করা। লেখাটি একটু বড় তবে সব লার্নেড ফ্রেন্ডদের জন্য অতীব প্রয়োজনীয়, তাই সবাইকে পড়ার জন্য এবং বেশী বেশী শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি।
পরিচয় পর্ব এবং আদালত সম্পর্কিত প্রশ্নাবলী
——————————————————
সাধরণত পরিচয় পর্বের মাধ্যমেই ভাইভা বোর্ডের প্রশ্নোত্তর পর্বের শুরু হয়। শুরুতেই কিছু ব্যক্তিগত প্রশ্ন এবং পরীক্ষার্থী আদলতে যায় কিনা তা যাচাই করতে আদালত সম্পর্কিত কিছু প্রশ্ন করা হয়। পরীক্ষার্থী Rules and Order (CRO) 1935; Part 1 -এর ৩৭ তম অধ্যায়ের ৮২৫ ও ৮২৬ বিধান মোতাবেক, “Court Dress” (সাদা শার্ট, সাদা বা কালো প্যান্ট, কালো কোট ও কালো টাই) পরিধান করে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভাইভা বোর্ডে উপস্থিত হবেন। বোর্ডে প্রবেশের সময় অবশ্যই সালাম বা অভিবাদন জানাবেন। সাথে প্রবেশপত্রসহ সকল শিক্ষাগত যোগ্যতা মূল সার্টিফিকেট ও পাঁচ (৫) টি সিভিল এবং পাঁচ (৫)টি ক্রিমিনাল মামলার ধারাবাহিক বিবরণ সম্বলিত কেস ডায়েরী আনবেন। বোর্ডের অনুমতি সাপেক্ষে বসবেন এবং ধন্যবাদ জানাবেন। নার্ভাস না হয়ে আত্মবিশ্বাস সহকারে প্রশ্নকর্তার চোখের দিকে তাকিয়ে মার্জিতভাবে বুঝে-শুনে উত্তর দিবেন। উত্তর জানা না থাকলে ভুল উত্তর না দিয়ে বরং বিনয়ের সঙ্গে দুঃখিত বলাই ভালো। সিনিয়রের নাম জিজ্ঞাসা করলে নামের পূর্বে অবশ্যই Learned Advocate Mr——————- বলবেন। প্রশ্নকর্তা Mr. Justice হলে তাঁকে My Lord সম্বোধন করে উত্তর দিলে ভাল।
——————————————————
সাধরণত পরিচয় পর্বের মাধ্যমেই ভাইভা বোর্ডের প্রশ্নোত্তর পর্বের শুরু হয়। শুরুতেই কিছু ব্যক্তিগত প্রশ্ন এবং পরীক্ষার্থী আদলতে যায় কিনা তা যাচাই করতে আদালত সম্পর্কিত কিছু প্রশ্ন করা হয়। পরীক্ষার্থী Rules and Order (CRO) 1935; Part 1 -এর ৩৭ তম অধ্যায়ের ৮২৫ ও ৮২৬ বিধান মোতাবেক, “Court Dress” (সাদা শার্ট, সাদা বা কালো প্যান্ট, কালো কোট ও কালো টাই) পরিধান করে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভাইভা বোর্ডে উপস্থিত হবেন। বোর্ডে প্রবেশের সময় অবশ্যই সালাম বা অভিবাদন জানাবেন। সাথে প্রবেশপত্রসহ সকল শিক্ষাগত যোগ্যতা মূল সার্টিফিকেট ও পাঁচ (৫) টি সিভিল এবং পাঁচ (৫)টি ক্রিমিনাল মামলার ধারাবাহিক বিবরণ সম্বলিত কেস ডায়েরী আনবেন। বোর্ডের অনুমতি সাপেক্ষে বসবেন এবং ধন্যবাদ জানাবেন। নার্ভাস না হয়ে আত্মবিশ্বাস সহকারে প্রশ্নকর্তার চোখের দিকে তাকিয়ে মার্জিতভাবে বুঝে-শুনে উত্তর দিবেন। উত্তর জানা না থাকলে ভুল উত্তর না দিয়ে বরং বিনয়ের সঙ্গে দুঃখিত বলাই ভালো। সিনিয়রের নাম জিজ্ঞাসা করলে নামের পূর্বে অবশ্যই Learned Advocate Mr——————- বলবেন। প্রশ্নকর্তা Mr. Justice হলে তাঁকে My Lord সম্বোধন করে উত্তর দিলে ভাল।
নিম্নে প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো :-
১। প্রশ্নঃ আপনার নাম কি?
উত্তরঃ শিক্ষাগত যোগ্রতার সনদে যে নাম আছে সেই নাম বলবেন।
১। প্রশ্নঃ আপনার নাম কি?
উত্তরঃ শিক্ষাগত যোগ্রতার সনদে যে নাম আছে সেই নাম বলবেন।
২। প্রশ্নঃ আপনার সিনিয়রের নাম কি?
উত্তরঃ Learned Advocate Mr ……………………..
উত্তরঃ Learned Advocate Mr ……………………..
৩। প্রশ্নঃ আপনার সিনিয়র কোন সাইডে প্রাকটিস করেন?
উত্তরঃ সিভিল ও ক্রিমিনাল উভয় সাইডে।
উত্তরঃ সিভিল ও ক্রিমিনাল উভয় সাইডে।
৪। প্রশ্নঃ আপনি কোন সাইডে প্রাকটিস করতে চান?
উত্তরঃ আপাতত: সিভিল ও ক্রিমিনাল উভয় সাইডে। (অথবা আপনি যে সাইডে প্রাকটিস করতে ইচ্ছুক সেটি বলুন)
উত্তরঃ আপাতত: সিভিল ও ক্রিমিনাল উভয় সাইডে। (অথবা আপনি যে সাইডে প্রাকটিস করতে ইচ্ছুক সেটি বলুন)
৫। প্রশ্নঃ আপনি কোন কলেজ/বিশ্ববিদ্যালয় থেকে ল’ পাস করেছেন?
উত্তরঃ ল’ কলেজ হলে ল’কলেজের নাম। বিশ্ববিদ্যালয় হলে বিশ্ববিদ্যালয়ের নাম। (তবে যে ঠিকানায় শিক্ষাপ্রতিষ্ঠান অবস্থিত সে জায়গার নাম সহকারে বলবেন)।
উত্তরঃ ল’ কলেজ হলে ল’কলেজের নাম। বিশ্ববিদ্যালয় হলে বিশ্ববিদ্যালয়ের নাম। (তবে যে ঠিকানায় শিক্ষাপ্রতিষ্ঠান অবস্থিত সে জায়গার নাম সহকারে বলবেন)।
৬। প্রশ্নঃ আপনি এত পেশা থাকতে আইন পেশায় আসছেন কেন?
উত্তরঃ আইন পেশা সম্মানজনক। স্বাধীন ও সেবামূলক পেশা। এই পেশাজীবীগণকেই শুধুমাত্র Learned বলে সম্বোধন করা হয়। আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে অসহায়, দুঃস্থ ও নিরীহ মানুষকে আইনী সহায়তা প্রদান করতে ও সামাজিক মানমর্যাদা বৃদ্ধির জন্য আমি এই মহান পেশায় আসতে চাই। সবোপরি আমার মা-বাবাসহ পরিবারের সবার ইচ্ছা আমি এই পেশায় আসি।
উত্তরঃ আইন পেশা সম্মানজনক। স্বাধীন ও সেবামূলক পেশা। এই পেশাজীবীগণকেই শুধুমাত্র Learned বলে সম্বোধন করা হয়। আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে অসহায়, দুঃস্থ ও নিরীহ মানুষকে আইনী সহায়তা প্রদান করতে ও সামাজিক মানমর্যাদা বৃদ্ধির জন্য আমি এই মহান পেশায় আসতে চাই। সবোপরি আমার মা-বাবাসহ পরিবারের সবার ইচ্ছা আমি এই পেশায় আসি।
৭। প্রশ্নঃ অ্যাডভোকেট কে?
উত্তরঃ অ্যাডভোকেট এর সংজ্ঞা বিভিন্ন আইনে যা লিপিবদ্ধ হয়েছে সেগুলো হলো ঃ-
The Bangladesh legal Practitioners and Bar Council Order, 1972 এর Article 2 (a) মোতাবেক অ্যাডভোকেট বলতে তাকে বুঝায় যিনি অত্র আদেশের বিধান মতে বাংলাদেশ বার কাউন্সিলে অ্যাডভোকেট হিসেবে তালিকাভূক্ত হয়েছেন। ১৯০৮ সনের দেওয়ানী কার্যবিধির ২(১৫), ১৮৯৮ সারের ফৌজদারী কার্যবিধির ৪(১)(ক) ধারা এবং সাংবিধানিক আইন মতে অ্যাডভোকেট বলতে এমন ব্যক্তিকে বুঝায় যিনি অপরের পক্ষে আদালতে হাজির হবার ও যুক্তিতর্ক পেশ করার অধিকার রাখেন।
‘General Clauses Act 1897’’ -এর ৩ ধারার ২(ক) দফা মতে, অ্যাডভোকেট বলতে এমন একজন ব্যক্তিকে বুঝায়, যিনি The Bangladesh legal Practitioners and Bar Council Order and Rules-1972 [President’s Order No. 46 of 1972] -এর অধীনে তালিকাভুক্ত হয়েছেন।
উত্তরঃ অ্যাডভোকেট এর সংজ্ঞা বিভিন্ন আইনে যা লিপিবদ্ধ হয়েছে সেগুলো হলো ঃ-
The Bangladesh legal Practitioners and Bar Council Order, 1972 এর Article 2 (a) মোতাবেক অ্যাডভোকেট বলতে তাকে বুঝায় যিনি অত্র আদেশের বিধান মতে বাংলাদেশ বার কাউন্সিলে অ্যাডভোকেট হিসেবে তালিকাভূক্ত হয়েছেন। ১৯০৮ সনের দেওয়ানী কার্যবিধির ২(১৫), ১৮৯৮ সারের ফৌজদারী কার্যবিধির ৪(১)(ক) ধারা এবং সাংবিধানিক আইন মতে অ্যাডভোকেট বলতে এমন ব্যক্তিকে বুঝায় যিনি অপরের পক্ষে আদালতে হাজির হবার ও যুক্তিতর্ক পেশ করার অধিকার রাখেন।
‘General Clauses Act 1897’’ -এর ৩ ধারার ২(ক) দফা মতে, অ্যাডভোকেট বলতে এমন একজন ব্যক্তিকে বুঝায়, যিনি The Bangladesh legal Practitioners and Bar Council Order and Rules-1972 [President’s Order No. 46 of 1972] -এর অধীনে তালিকাভুক্ত হয়েছেন।
৮। প্রশ্নঃ আপনি এত দেরী করে এ পেশায় আসছেন কেন? আগে কি করেছেন?
উত্তরঃ দেরী করে এসে থাকলে সন্তোষজনক উত্তর দিন। তবে সত্য কথা বলবেন, যেমন- আপনি কোন সরকারী চাকুরী থেকে অবসর প্রাপ্ত হলে বলবেন- রিটায়ার্ড করেছি। আইন পেশা সম্মানের পেশা, আইনজীবীগণকে সবাই সম্মান করে কথা বলে। তাই এ পেশায় আসতে চাই। আপনারা যদি আমাকে অনুমতি দেন তা হলে নিয়মিত কোর্টে যাব।
উত্তরঃ দেরী করে এসে থাকলে সন্তোষজনক উত্তর দিন। তবে সত্য কথা বলবেন, যেমন- আপনি কোন সরকারী চাকুরী থেকে অবসর প্রাপ্ত হলে বলবেন- রিটায়ার্ড করেছি। আইন পেশা সম্মানের পেশা, আইনজীবীগণকে সবাই সম্মান করে কথা বলে। তাই এ পেশায় আসতে চাই। আপনারা যদি আমাকে অনুমতি দেন তা হলে নিয়মিত কোর্টে যাব।
৯। প্রশ্নঃ আপনার জন্মস্থান বা গ্রামের বাড়ি কোথায়?
উত্তরঃ সঠিক উত্তর দিন।
উত্তরঃ সঠিক উত্তর দিন।
১০। প্রশ্নঃ আপনি কোন বার সমিতির অধীনে প্রাকটিস করতে চান।
উত্তরঃ নিজের বার সমিতির নাম বলুন।
উত্তরঃ নিজের বার সমিতির নাম বলুন।
১১। প্রশ্নঃ আপনার কোর্ট বারের প্রেসিডেন্ট ও সেক্রেটারীর নাম কি?
উত্তরঃ জেনে সঠিক উত্তর দিন।
উত্তরঃ জেনে সঠিক উত্তর দিন।
১২। প্রশ্নঃ আপনি যে কোর্টে প্রাকটিস করেন ঐ কোর্টের জেলা ও দায়রা জজের নাম কি?
উত্তরঃ জেনে সঠিক উত্তর দিন।
উত্তরঃ জেনে সঠিক উত্তর দিন।
১৩। প্রশ্নঃ বর্তমানে বাংলাদেশের এটর্নী জেনারেলের নাম কি?
উত্তরঃ অ্যাডভোকেট মাহবুবে আলম।
উত্তরঃ অ্যাডভোকেট মাহবুবে আলম।
১৪। প্রশ্নঃ বর্তমানে বাংলাদেশে প্রধান বিচারপতির নাম কি?
উত্তরঃ Hon’ble Mr. Justice ———————————
উত্তরঃ Hon’ble Mr. Justice ———————————
১৫। প্রশ্নঃ বর্তমানে বাংলাদেশে আইন মন্ত্রীর নাম কি?
উত্তরঃ জনাব এডভোকেট আনিসুল হক।
উত্তরঃ জনাব এডভোকেট আনিসুল হক।
১৬। প্রশ্নঃ বাংলাদেশ মানবাধিকার কমিশন এর চেয়ারম্যানের নাম কি?
উত্তরঃ ড. মিজানুর রহমান।
উত্তরঃ ড. মিজানুর রহমান।
১৭। প্রশ্নঃ আদালতে বক্তব্য উপস্থাপনকালে আইনজীবী কী বলে শুরু করেন?
উত্তরঃ May it please your honour.
১৮। প্রশ্নঃ আদালতে বক্তব্য উপস্থাপনকালে আইনজীবী কী বলে শেষ করেন?
উত্তরঃ May it please your honour.
১৮। প্রশ্নঃ আদালতে বক্তব্য উপস্থাপনকালে আইনজীবী কী বলে শেষ করেন?
উত্তরঃ Thats all your honour.
১৯। প্রশ্নঃ আপনার কোর্ট বারের পি.পি এবং জি.পি সাহেবের নাম কি?
উত্তরঃ জেনে সঠিক উত্তর দিন।
১৯। প্রশ্নঃ আপনার কোর্ট বারের পি.পি এবং জি.পি সাহেবের নাম কি?
উত্তরঃ জেনে সঠিক উত্তর দিন।
২০। প্রশ্নঃ আপনার কোর্টের সি.জে.এম (চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট)/সি.এম.এম (চীফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট) এর নাম কি?
উত্তরঃ জেনে সঠিক উত্তর দিন।
উত্তরঃ জেনে সঠিক উত্তর দিন।
২১। প্রশ্নঃ ম্যাজিস্ট্রেট কোর্ট ২ প্রকার। যথা ঃ (১) জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট (২) এক্সিকিউটিভ (নির্বাহী) ম্যাজিস্টেট কোর্ট।
২২। প্রশ্নঃ মেট্রোপলিটানে/মহানগরে কত ধরনের ফৌজদারী আদালত আছে?
উত্তরঃ মহানগরে ২ ধরনের ফৌজদারী আদালত আছে। যথা ঃ (১) মহানগর দায়রা জজ আদালত (২) মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট কোর্ট।
উত্তরঃ মহানগরে ২ ধরনের ফৌজদারী আদালত আছে। যথা ঃ (১) মহানগর দায়রা জজ আদালত (২) মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট কোর্ট।
২৩। প্রশ্নঃ মহানগর দায়রা জজ আদালতের প্রধান বিচারককে কি বলা হয়?
উত্তরঃ মহানগর দায়রা জজ। উনি একজন জেলা জজ পদমর্যাদার।
উত্তরঃ মহানগর দায়রা জজ। উনি একজন জেলা জজ পদমর্যাদার।
২৪। প্রশ্নঃ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট কোর্টের প্রধান বিচারককে কি বলা হয়?
উত্তরঃ চীফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট (সি.এম.এম)।
উত্তরঃ চীফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট (সি.এম.এম)।
২৫। প্রশ্নঃ কখন বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন হয়?
উত্তরঃ ১ নভেম্বর ২০০৭ইং তারিখে।
উত্তরঃ ১ নভেম্বর ২০০৭ইং তারিখে।
২৬। প্রশ্নঃ ঢাকা মহানগর দায়রা জজ এর নাম কি?
উত্তরঃ জেনে সঠিক উত্তর দিন।
উত্তরঃ জেনে সঠিক উত্তর দিন।
২৭। প্রশ্নঃ কোন কোন ধরনের অপরাধ বিচার করার জন্য আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবনাল গঠন করা হয়?
উত্তরঃ যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ বিচারের জন্য।
উত্তরঃ যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ বিচারের জন্য।
২৮। প্রশ্নঃ আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুনালের চীফ প্রসিকিউটরের নাম কি?
উত্তরঃ Learned Advocate ——————————-।
উত্তরঃ Learned Advocate ——————————-।
২৯। প্রশ্নঃ আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুন্যাল কোন আইনের উপর ভিত্তি করে গঠন করা হয়েছে?
উত্তরঃ The International Crimes (Tribunal) Act. 1973 as amended, The International Crimes (Tribunal)
উত্তরঃ The International Crimes (Tribunal) Act. 1973 as amended, The International Crimes (Tribunal)
৩০। প্রশ্নঃ আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুন্যাল ১ এ চেয়ারম্যান এর নাম কি?
৩১। প্রশ্নঃ আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুন্যাল ২ এ চেয়ারম্যান এর নাম কি?
উত্তরঃ Mr. Justice —————————-
উত্তরঃ Mr. Justice —————————-
৩২। প্রশ্নঃ অপর্যাপ্ত দণ্ড বা খালাসের বিরুদ্ধে. ২০১৩ সালে আপীল সংক্রান্ত কী সংশোধন আনা হয়েছে?
উত্তরঃ অপর্যাপ্ত দ- বা খালাসের বিরুদ্ধে সরকার কর্তৃক আপীল বিভাগে আপীল করার বিধান করা হয়েছে।
৩৩। প্রশ্নঃ International Crimes (Tribunal) (Amendment) Act. 2013 অনুসারে আপীল করার সময়সীমা এবং আপীল নিষ্পত্তির সময়সীমা কত দিন?
উত্তরঃ আপীল করার সময়সীমা রায়ের ৩০ দিনের মধ্যে এবং আপীল নিস্পত্তি সময়সীমা আপীল আবেদনের ৬০ দিনের মধ্যে।
উত্তরঃ আপীল করার সময়সীমা রায়ের ৩০ দিনের মধ্যে এবং আপীল নিস্পত্তি সময়সীমা আপীল আবেদনের ৬০ দিনের মধ্যে।
৩৪। প্রশ্নঃ বাংলাদেশ রাইফেল (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ) এর সদস্যগণ বর্তমানে কোন আইন দ্বারা নিয়ন্ত্রিত?
উত্তরঃ বর্ডার গার্ড বাংলাদেশ আইন, ২০১০
উত্তরঃ বর্ডার গার্ড বাংলাদেশ আইন, ২০১০
৩৫। প্রশ্নঃ পূর্বে বাংলাদেশ রাইফেল রাইফেলস এর সদস্যগণ কোন আইন দ্বারা নিয়ন্ত্রিত হতো?
উত্তরঃ দি বাংলাদেশ রাইফেলস অর্ডার, ১৯৭২ এবং দি বাংলাদেশ রাইফেলস (স্পেশাল প্রভিশনস) অর্ডিন্যান্স ১৯৭৬
উত্তরঃ দি বাংলাদেশ রাইফেলস অর্ডার, ১৯৭২ এবং দি বাংলাদেশ রাইফেলস (স্পেশাল প্রভিশনস) অর্ডিন্যান্স ১৯৭৬
৩৬। প্রশ্নঃ বর্তমানে এই বাহিনীর বিদ্রোহের সর্বোচ্চ শাস্তি কি?
উত্তরঃ বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ, ২০১০ বার এর ২৮ ধারা অনুযায়ী বিদ্রোহের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ-।
উত্তরঃ বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ, ২০১০ বার এর ২৮ ধারা অনুযায়ী বিদ্রোহের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ-।
৩৭। প্রশ্নঃ D.F অর্থ কি?
উত্তরঃ Date of Filing.
উত্তরঃ Date of Filing.
৩৮। প্রশ্নঃ N.D অর্থ কি?
উত্তরঃ Next Date.
উত্তরঃ Next Date.
৩৯। প্রশ্নঃ S/R কি?
উত্তরঃ Service Return.
উত্তরঃ Service Return.
৪০। প্রশ্নঃ A/D কি?
উত্তরঃ Acknowledgement due.
উত্তরঃ Acknowledgement due.
৪১। প্রশ্নঃ W/S কি?
উত্তরঃ Written statement.
উত্তরঃ Written statement.
৪২। প্রশ্নঃ W/O কি?
উত্তরঃ Written objection
উত্তরঃ Written objection
৪৩। প্রশ্নঃ W.W কি?
উত্তরঃ Witness Warrent.
উত্তরঃ Witness Warrent.
৪৪। প্রশ্নঃ P.H অর্থ কি?
উত্তরঃ Peremptory hearing.
উত্তরঃ Peremptory hearing.
৪৫। প্রশ্নঃ F.H কি?
উত্তরঃ Further hearing.
উত্তরঃ Further hearing.
৪৬। প্রশ্নঃ P.W কি?
উত্তরঃ Prosecution witness
উত্তরঃ Prosecution witness
৪৭। প্রশ্নঃ W.A এর অর্থ কি?
উত্তরঃ Warrant of Arrest.
উত্তরঃ Warrant of Arrest.
৪৮। প্রশ্নঃ G.R Case এর অর্থ কি?
উত্তরঃ General Register Case.
উত্তরঃ General Register Case.
৪৯। প্রশ্নঃ C.R. Case এর অর্থ কি?
উত্তরঃ Complaint Resister Case.
উত্তরঃ Complaint Resister Case.
৫০। প্রশ্নঃ D.O. এর অর্থ কি?
উত্তরঃ Date of Occurance
উত্তরঃ Date of Occurance
৫১। প্রশ্নঃ P.O. এর অর্থ কি?
উত্তরঃ Place of Occurrence.
উত্তরঃ Place of Occurrence.
৫২। প্রশ্নঃ C.S.I এর অর্থ কি?
উত্তরঃ Court Sub Inspector.
উত্তরঃ Court Sub Inspector.
৫৩। প্রশ্নঃ F.R.T এর অর্থ কি?
উত্তরঃ Final Report True.
উত্তরঃ Final Report True.
৫৪। প্রশ্নঃ F.I.R এর অর্থ কি?
উত্তরঃ First Information Report.
উত্তরঃ First Information Report.
৫৫। প্রশ্নঃ G.D.E. এর অর্থ কি?
উত্তরঃ General Diary Entry.
উত্তরঃ General Diary Entry.
৫৬। প্রশ্নঃ D.W এর অর্থ কি?
উত্তরঃ Defense witness.
৫৭। প্রশ্নঃ T.S. এর অর্থ কি?
উত্তরঃ Title suit.
উত্তরঃ Defense witness.
৫৭। প্রশ্নঃ T.S. এর অর্থ কি?
উত্তরঃ Title suit.
৫৮। প্রশ্নঃ I.O. এর অর্থ কি?
উত্তরঃ Investigation officer
উত্তরঃ Investigation officer
৫৯। প্রশ্নঃ S.D. এর অর্থ কি?
উত্তরঃ Settling date.
উত্তরঃ Settling date.
৬০। প্রশ্নঃ G.P. এর অর্থ কি?
উত্তরঃ Government pleader.
উত্তরঃ Government pleader.
৬১। প্রশ্নঃ A.D.R এর অর্থ কি?
উত্তরঃ Alternative Dispute Resolution.
উত্তরঃ Alternative Dispute Resolution.
৬২। প্রশ্নঃ A.D.M এর অর্থ কি?
উত্তরঃ Additional District Magistrate
৬৩। প্রশ্নঃ C.M.M অর্থ কি?
উত্তরঃ Chief Metropolitan Magistrate.
উত্তরঃ Additional District Magistrate
৬৩। প্রশ্নঃ C.M.M অর্থ কি?
উত্তরঃ Chief Metropolitan Magistrate.
৬৪। প্রশ্নঃ C.J.M এর অর্থ কি?
উত্তরঃ Chief Judicial Magistrate.
উত্তরঃ Chief Judicial Magistrate.
৬৫। প্রশ্নঃ C.D এর অর্থ কি?
উত্তরঃ Case Diary.
উত্তরঃ Case Diary.
৬৬। প্রশ্নঃ C.S. এর অর্থ কি?
উত্তরঃ Charge Sheet
৬৭। প্রশ্নঃ D.M এর অর্থ কি?
উত্তরঃ District Magistrate
উত্তরঃ Charge Sheet
৬৭। প্রশ্নঃ D.M এর অর্থ কি?
উত্তরঃ District Magistrate
৬৮। প্রশ্নঃ S.W এর অর্থ কি?
উত্তরঃ Search magistrate
উত্তরঃ Search magistrate
৬৯। প্রশ্নঃ P.P এর অর্থ কি?
উত্তরঃ Public Prosecutor
উত্তরঃ Public Prosecutor
৭০। প্রশ্নঃ G.R.O এর অর্থ কি?
উত্তরঃ General Registration Officer
উত্তরঃ General Registration Officer
৭১। প্রশ্নঃ A.P.P এর অর্থ কি?
উত্তরঃ Assistant Public Prosecutor.
উত্তরঃ Assistant Public Prosecutor.
৭২। প্রশ্নঃ A.G.P এর অর্থ কি?
উত্তরঃ Assistant Government Pleader
উত্তরঃ Assistant Government Pleader
৭৩। প্রশ্নঃ L.L.B এর অর্থ কি?
উত্তরঃ Bachelor of Laws. তবে ল্যাটিন ভাষায় এর অর্থ Legis Legum Baccalaureus Literally Legum Baccalaureus or legis baccalaureus.
উত্তরঃ Bachelor of Laws. তবে ল্যাটিন ভাষায় এর অর্থ Legis Legum Baccalaureus Literally Legum Baccalaureus or legis baccalaureus.
No comments