বারবারোসার পতাকা বিশ্লেষন

বারবারোসার পতাকা বিশ্লেষন

খাইরুদ্দিন বারবারোসার পতাকার শীর্ষে আছে, পবিত্র কোরয়ানের সুরা আস সফের ১৩ নং আয়াত। যার অর্থঃ ‘এবং আরো একটি (অর্জন) যা তোমরা খুব পছন্দ কর। (অর্থাৎ) আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও নিকটবর্তী বিজয়। আর মুমিনদেরকে তুমি সুসংবাদ দাও।’ 

আয়াতের নিচে আছে চারটি তারা। চার তারকার ভেতরে চার খলিফার নাম লিখা আছে। চার তারার মাঝে একটি দ্বিফলা তরবারি রয়েছে, যেটি কিনা জুলফিকারের প্রতিক। নিচে একটি ৬ প্রান্তবিশিষ্ট তারা বিদ্যমান, যা সুলেমান (আ) এর সিল ছিল বলে জানা যায়।

উনার পতাকা বিশ্লেষন করে এতটুকু উপলব্ধি করা যায় যে, তিনি অত্যন্ত ধার্মিক ও জ্ঞানী ব্যাক্তি ছিলেন।

No comments

Powered by Blogger.