Dhaka to st. martin tour plan ঢাকা টু কক্সবাজার বা ঢাকা টু সেন্টমার্টিন যাবার পূর্নাংগ গাইড

Dhaka to st. martin tour plan

 ১ম দিনঃ ০৩/০১/২০২০
9;00 pm সবাই ঢাকা বিমানবন্দর ষ্টেশনে চলে আসব।

২য়দিনঃ ০৪/০১/২০২০
৫;০০ এ এম- চট্রগ্রাম রেলগেট পার হয়ে, সকালের নাস্তা সেরে নিব
৬;০০ এ নতুন ব্রিজ গিয়ে বাসে করে কক্সবাজার /
৯;০০-১০'০০ টার মধ্যে হোটেল জামান (৩তারা হোটেল) চেক ইন করে ফ্রেশ হয়ে নিব।
দুপুরের খাবার খেয়ে ইনানী সী বিচে যাওয়ার পথে লাল কাকড়া সী বিচে ঘুরাঘুরি, প্যারাসাইক্লিং,
সুগন্ধা সি বিচ...হিমছড়ি, কলাতলি, রামু, মহেশখালী।(অতিরিক্ত ১দিন লাগবে)
৫০৩০ সন্ধ্যায় সূর্যাস্ত অবশ্যই দেখব।তারপর সী ফুড খাওয়া,কেনাকাটা, আর যার যা কিছু ইচ্ছে হয়ে করেনিব,
রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়বো যার যার রুমে।

৩য় দিনঃ ০৫/০১/২০২০

সকালে সূর্যোদয় দেখে কক্সবাজার থেকে
 (সেন্টমার্টিন গামী জাহাজের টিকিট কিনে)(এমভি ফারহান)  মেরিন ড্রাইব হয়ে চলে যাব টেকনাফ।
টেকনাফ পৌছাতে হবে সকাল ৯;৩০ টা বাজার আগে। (বোতলজাত পানি এবং খাবার নিয়ে যাবো)
টেকনাফ থেকে জাহাজে করে চলে যাবো স্বপ্নের দারু চিনি দ্বীপ আই মিন সেন্ট মার্টিন।

দুপুরে সেন্টমার্টিন এ পৌছেই রিসোর্টে চেকইন করে নিব।
খাওয়া দাওয়া করব আল্লাহর দান হোটেলে (প্যাকেজ )

সেন্টমার্টিন চষে বেড়াবো সাইকেল ভাড়া করে, ইকোপার্ক ঘুরে দেখব। পানিতে /////////

রাতের বেলা খাওয়া দাওয়া সেরে নিয়ে ঘুম

 ৪র্থ দিনঃ ০৬/০১/২০২০
ট্রলারে করে চলে যাব ছেড়া দ্বীপ। সেখানে ১ ঘন্টার বেশি সময় থাকা মুশকিল, ট্রলার ১ ঘন্টার বেশি থাকতে চায়না।
 সারাদিন ঘুরাঘুরি, খাওয়াদাওয়া উপভোগের পর
৩;৩০ এর জাহাজে করে ব্যাক করবো টেকনাফ

তারপর টেকনাফ থেকে বাসে করে চলে যাবো বাড়িতে। আহ আমি খুব ক্লান্ত.........

খরচের হিসাবঃ

যদি ট্রেনে যেতে চান তাহলে খরচ একটু কম হবে।

ঢাকা- চট্রগ্রাম তূর্না এক্সপ্রেস ৩৪৫*২=৬৯০
চট্রগ্রাম- কক্সবাজার ১৫০           
হোটেল -               ৪০০
কক্সবাজার টু টেকনাফ ২০০
টেকনাফ টু সেন্টমার্টিন ৩২৫*২=৬৫০
সেন্টমার্টিন হোটেল ৪০০
সেন্টমার্টিন টু ছেড়াদ্বীপ ১৫০
টেকনাফ টু চট্রগ্রাম ৩০০
মোট থাকা এবং যাতায়াত খরচ= ২৯৪০
খাবার খরচ তিন দিন                   ১০০০ (ব্যাক্তিগত খরচ বাদে)
           সর্বমোট                          ৩৯৪০



আর বাসে গেলে
ঢাকা- কক্সবাজার ৮০০
হোটেল -               ৪০০
কক্সবাজার টু টেকনাফ ২০০
টেকনাফ টু সেন্টমার্টিন ৩২৫*২=৬৫০
সেন্টমার্টিন হোটেল ৪০০
সেন্টমার্টিন টু ছেড়াদ্বীপ ১৫০
টেকনাফ টু ঢাকা ৯০০ টাকা
সর্বমোট থাকা এবং যাতায়াত খরচ= ৩৫০০
খাবার খরচ তিন দিন                        ১০০০ (ব্যাক্তিগত খরচ বাদে)

অর্থাৎ ৪৫০০ টকায় ট্যুর কমপ্লিট।
ডাঃ সালমান মাহি ভাইয়ের এই ভিডিওটি কাজে আসতে পারে।
https://www.youtube.com/watch?v=9WLbOdKdKSM&t=302s

https://www.youtube.com/watch?v=VwPhz4G9hLQ&t=223s
খুব কম খরচের প্ল্যান (জনপ্রতি): ঢাকা - কক্সবাজার যাওয়া আসা (ট্রেন + বাস) - ৪৫০ + ৩০০ = ৭৫০ টাকা কক্সবাজার থাকা (২ রাত শেয়ার বেসিস) - ৩৫০ + ৩৫০ = ৭০০ টাকা খাওয়া খরচ ( ২দিন, ৬ বেলা ) - ৮০ * ৩ + ৮০ * ৩ = ৪৮০ টাকা আশেপাশে ঘুরাঘুরি খরচ - ৩০০ টাকা অন্যান্য খরচ - ৩০০ টাকা সর্বমোট খরচ - ২৫৩০ টাকা জনপ্রতি (যদি শুধু এক রাত থাকার জন্যে যান তাহলে খরচ কমে হবে ২২০০ টাকা মাত্র) মোটামুটি খরচের প্ল্যান (জনপ্রতি): ঢাকা - কক্সবাজার যাওয়া আসা (বাস) - ৮০০ + ৮০০ = ১৬০০ টাকা কক্সবাজার থাকা (২ রাত শেয়ার বেসিস) - ৪৫০ + ৪৫০ = ৯০০ টাকা খাওয়া খরচ ( ২দিন, ৬ বেলা ) - ১০০ * ৩ + ১০০ * ৩ = ৬০০ টাকা আশেপাশে ঘুরাঘুরি খরচ - ৫০০ টাকা অন্যান্য খরচ - ৫০০ টাকা সর্বমোট খরচ - ৪১০০ টাকা জনপ্রতি (যদি শুধু এক রাত থাকার জন্যে যান তাহলে খরচ কমে হবে ৩৬০০ টাকা মাত্র)



No comments

Powered by Blogger.