তাকওয়া

কোন মোরগ-পোলাও বা মজাদার পিজ্জা বার্গার নয়; অতি সাধারণ মানের খাবারে ভর্তি প্লেট দেখে সাহাবীদের ভয়ে দু'চোখ বেয়ে গড়িয়ে পড়তো অশ্রুধারা। মুখ দিয়ে নিঃসৃত হতো,''হে আল্লাহ! আমাকে কী দুনিয়াতেই তুমি সব দিয়ে দিচ্ছো? আখিরাতে আমার কী হবে? কী পাবো আমি?''
আর আমরা গলা পর্যন্ত বিরানি, পোলাও গিলে মেন্যুতে বোরহানি কেন ছিল না সেটা নিয়ে বিস্তর গবেষণা আর অভিযোগের ঝড় তুলি।
আয়িশাহ (রা) হতে বর্ণিত আছে, তিনি বলেন, মুহাম্মাদ (সা) এর ইন্তিকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত তাঁর পরিবার কোনদিন একটানা দু’দিন পেট ভরে যবের রুটিও খেতে পায়নি। [বুখারী ৫৪১৬ , মুসলিম ২৯৭০]
আসহাবে সুফফার সাহাবা রা (রা) এত ক্ষুধার্ত থাকতেন যে সালাতে দাঁড়িয়ে তারা অজ্ঞান হয়ে মাটিতে ঢলে পড়তেন। সালাত শেষে রাসূলুল্লাহ (সা) তাদের দিকে মুখ ফিরিয়ে বলতেনঃ যদি তোমরা জানতে পারতে যে, তোমাদের জন্য আল্লাহর নিকট কি মর্যাদা ও সম্পদ সঞ্চিত আছে, তাহলে ক্ষুধা ও অভাব আরো বৃদ্ধি পাওয়াই তোমরা পছন্দ করতে। [তিরমিযী ১৯৩০/২৩৬৮]
হায়! ঈমান তাদেরও ছিলো আর আমাদেরও আছে (আল্লাহু আলাম)। তারাও ছিলেন মুহাম্মাদের (সা:) উম্মাহ,আর আমরাও উম্মাহ মুহাম্মাদের (সা:)। কতটা বিস্ময়কর, কতটা বিপরীত আমাদের চাল-চলন, আমাদের ঈমান-আমল!

No comments

Powered by Blogger.