প্রেমিক মুহম্মদ (স)-সোহানুর রহমান

নবী(সঃ) কেমন স্বামী ছিলেন?
স্ত্রীর প্রতি নবী(সঃ) এর প্রেম কেমন ছিল?যখনই হাদিস গুলো জানবেন কল্পনায় সেই দুই জনকে দেখতে পাবেন!তাঁদের দুই জনের ভালোবাসা অতুলনীয়।কতটা ভালোবাসা..থাকলে, একই যায়গা থেকে পানি পান করেছিলেন,একজনের চিবানো ঝুটা হাড্ডি মুখে নিয়ে নিতেন💜 নবীজী কত টা ভালবাসতেন আয়িশা(রাঃ)কে ভরা মজলিসে যখন জিগেস করা হল উনার সবচেয়ে প্রিয় ব্যাক্তি কে? উনি বললেন আয়িশা !!!
💜‘আম্‌র ইব্‌নু ‘আস (রাঃ) বর্ননা করেছেন, তিনি বলেন, আমি নবী (সা) নিকট উপস্থিত হয়ে জিজ্ঞেস করলাম, মানুষের মধ্যে কে আপনার নিকট সবচেয়ে প্রিয়? তিনি বললেন, ‘আয়িশাহ্! আমি বললাম, পুরুষদের মধ্যে কে? তিনি বললেন, তাঁর পিতা (আবূ বাক্‌র)। আমি জিজ্ঞেস করলাম, অতঃপর কোন লোকটি? তিনি বললেন, ‘উমার ইব্‌নু খাত্তাব অতঃপর আরো কয়েকজনের নাম করলেন।(সহিহ বুখারী-৩৬৬২)
💜‘আয়িশা (রাঃ) বর্ণনা করেছেনঃতিনি বলেনঃ নবী (সা) আমার কোলে হেলান দিয়ে কুরআন তিলাওয়াত করতেন। (সহিহ বুখারী-২৯৭)
💜'আয়িশা (রাঃ) বর্ণনা করেছেন,তিনি বলেনঃ আমি ও নবী (সা) একই পাত্র হতে গোসল করতাম।সেই পাত্রকে ফারাক বলা হতো।(সহিহ বুখারী: ২৫০)
💜‘আয়িশাহ (রাঃ) বর্ণনা করেছেন,
রসূলূল্লাহ্ (স) যখন ই’তিকাফ করতেন তখন আমার দিকে তাঁর মাথা ঝুঁকিয়ে দিতেন। আমি তা আঁচড়ে দিতাম।(সহিহ মুসলিম-৫৭১)
💜‘আয়িশাহ (রাঃ) বর্ণনা করেছে্‌ন,
তিনি বলেন, আমি ঋতুবতী অবস্থায় পানি পান করতাম এবং পরে নবী (স) কে অবশিষ্টটুকু প্রদান করলে আমি যেখানে মুখ লাগিয়ে পান করতাম তিনিও পাত্রের সে স্থানে মুখ লাগিয়ে পান করতেন। আবার আমি ঋতুবতী অবস্থায় হাড় খেয়ে তা নবী (সা) কে দিলে আমি যেখানে মুখ লাগিয়েছিলাম তিনি সেখানে মুখ লাগিয়ে খেতেন। (সহিহ মুসলিম- ৫৭৯)
💜আয়িশাহ (রাঃ) বর্ণনা করেছে্‌ন,
তিনি বলেন, রসূলুল্লাহ (স) -এর সামনেই আমি পুতুল বানিয়ে খেলতাম। আমার বান্ধবীরাও আমার সাথে খেলা করত। রসূলুল্লাহ (স) ঘরে প্রবেশ করলে তারা দৌড়ে পালাত। তখন তিনি তাদের ডেকে আমার কাছে পাঠিয়ে দিতেন এবং তারা আমার সঙ্গে খেলত। (সহিহ বুখারী- ৬১৩০)
💜‘আয়িশাহ (রাঃ) বর্ণনা করেছে্‌ন
তিনি এক সফরে নবী (স) এর সাথে ছিলেন। তিনি বলেন, আমি তাঁর সাথে দৌড় প্রতিযোগিতা করে তাঁর আগে চলে গেলাম। অতঃপর আমি মোটা হয়ে যাওয়ার পর তাঁর সাথে আবারো দৌড় প্রতিযোগিতা করলাম, এবার তিনি আমাকে পিছে ফেলে দিলেন বিজয়ী হলেন। তিনি বলেনঃ এই বিজয় সেই বিজয়ের বদলা। (সুনানে আবু দাউদ- ২৫৭৮)
💜‘আয়িশা (রাঃ) বর্ণনা করেছেন,
নবী (স) আমাকে আড়াল করে দাঁড়িয়ে ছিলেন আর আমি হাবশীদের খেলা দেখছিলাম। মসজিদের কাছে তারা যুদ্ধাস্ত্র নিয়ে খেলা করছিল।(সহিহ বুখারী- ৩৫৩০)
💜'আয়িশাহ (রাঃ) বর্ণনা করেছে্‌ন,
তিনি বলেন, রসূলুল্লাহ (স) মিসওয়াক করে তা ধোয়ার জন্য আমাকে দিতেন। আমি নিজে প্রথমে তা দিয়ে মিসওয়াক করতাম, অতঃপর সেটা ধুয়ে তাঁকে দিতাম। (সুনানে আবু দাউদ- ৫২)
১০💜'আয়িশাহ (রাঃ) বর্ণনা করেছে্‌ন,
মৃত্যু রোগকালীন অবস্থায় রসূলুল্লাহ (সা) জিজ্ঞেস করতেন, আমি আগামীকাল কার ঘরে থাকব। আগামীকাল কার ঘরে? এর দ্বারা তিনি 'আয়িশাহ (রাঃ)-এর ঘরের পালার ইচ্ছা পোষণ করতেন। সহধর্মিণীগণ নবী (স)-কে যার ঘরে ইচ্ছা অবস্থান করার অনুমতি দিলেন। তখন নবী করীম (স) 'আয়িশাহ (রাঃ)-এর ঘরে ছিলেন। এমনকি তাঁর ঘরেই তিনি ইন্তিকাল করেন। 'আয়িশাহ (রাঃ) বলেন, নবী (স) আমার জন্য নির্ধারিত পালার দিন আমার ঘরে ইন্তিকাল করেন এবং আল্লাহ তাঁর রূহ কবজ করেন এ অবস্থায় যে, তাঁর মাথা আমার গণ্ড ও সীনার মধ্যে ছিল এবং আমার থুথু (তাঁর থুথুর সঙ্গে) মিশ্রিত হয়ে যায়। তারপর তিনি বলেন, 'এ সময় 'আবদুর রহমান ইবনু আবূ বকর (রাঃ) আমার নিকট প্রবেশ করে এবং তার হাতে মিসওয়াক ছিল। আর আমি রসূলুল্লাহ (স)-কে (আমার বুকে) হেলান অবস্থায় রেখেছিলাম। আমি লক্ষ্য করলাম যে, তিনি 'আবদুর রহমানের দিকে তাকাচ্ছেন। আমি বুঝলাম যে, নবী (স) মিসওয়াক চাচ্ছেন। আমি তখন জিজ্ঞেস করলাম, আমি কি আপনার জন্য মিসওয়াক নিব? তিনি মাথা নাড়িয়ে জানালেন যে, হ্যাঁ। তখন আমি মিসওয়াকটি নিলাম। কিন্তু মিসওয়াক ছিল তার জন্য শক্ত, তাই আমি জিজ্ঞেস করলাম, আমি কি এটি আপনার জন্য নরম করে দিব? তখন তিনি মাথা নাড়িয়ে হ্যাঁ বললেন। তখন আমি তা চিবিয়ে নরম করে দিলাম। এরপর তিনি ভালভাবে মিসওয়াক করলেন। তাঁর সম্মুখে পাত্র অথবা পেয়ালা ছিল (রাবী 'উমারের সন্দেহ) তাতে পানি ছিল। নবী (স) স্বীয় হস্তদ্বয় পানির মধ্যে প্রবেশ করিয়ে তার দ্বারা তাঁর চেহারা মুছতে লাগলেন। তিনি বলছিলেন…….-আল্লাহ ব্যতীত কোন মাবুদ নেই, সত্যিই মৃত্যু-যন্ত্রণা কঠিন। তারপর দু'হাত উপরের দিকে উঠিয়ে বলছিলেন, আমি উচ্চে সমাসীন বন্ধুর সঙ্গে (মিলিত হতে চাই)। এ অবস্থায় তাঁর ইন্তিকাল হল আর হাত শিথিল হয়ে গেল। (সহিহ বুখারী- ৪৪৪৯)
নবীজীরর মৃত্যুর সময়ের ঘটনা যখন আয়িশা (রাঃ) বর্ননা করছিলেন,চোখে পানি ধরে রাখা যায় না। খুব কম বয়সে উনি উনার স্বামীকে হারিয়েছেন,উনি প্রতিটা মুহুর্ত কতটা মিস করতেন নবীজী কে? নবীজীরর অন্তিম মুহুর্তের কথা ভেবে উনার কতটাইনা কষ্ট হত?
আসুন মা,মেয়ে,বোন,এবং সহধর্মিনীর সাথে উত্তম ব্যাবহার করি।।

No comments

Powered by Blogger.