একাকী-সোহানুর রহমান

একাকী------সোহানুর রহমান

বন্ধু ছিল অনেকে,
একে একে সব হারিয়েছি
আমি একাকী এখনও হেঁটে চলেছি ,
আশায়... যদি কেউ বন্ধু হয়
আমি, আমার আমিকে বিলিয়ে দিচ্ছি
সকাল বিকাল খুজেই যাচ্ছি
একটু একটু করে হারিয়ে যাচ্ছি
তবু যদি কিছু গতি হয়
  জীবন ক্রমশ হচ্ছে বেরঙীন —
     কারাবন্দী কয়েদীর মতো,
 মন আমার অন্ধ প্রকোষ্ঠে বন্ধী
মুক্তি নাই, তবু মুক্তির প্রতীক্ষায়,
মুক্তি মেলে কই? ...
ফু্রাচ্ছি আমি,
বিষণ্ণতা মনকে করছে গ্রাস ...
তখন শুধু নিঃসঙ্গতাকেই চাই।
নিঃসঙ্গতাকে কাছে টানি,
রাত্রি গভীর জেগে থাকি
একাকীত্ব খুব শান্ত,খুবই স্থির।
বোঝে আমাকে ,
বোঝে আমার মনকে ,
তাই একাকীত্বের কাছে নিজেকে উজাড় করে দিচ্ছি,
ভালইতো লাগে
আমার একাকীত্ব খুব রঙ্গিন,
এসো বন্ধু হই।।বন্ধুত্ত্বে হই বিলীন।।

No comments

Powered by Blogger.